বাউন্স রেট কি? Bounce rate কমানোর উপায় এবং কিভাবে কন্ট্রোল করবেন? (Bangla SEO Tutorials)

আসসালামু আলাইকুম। সকলকে টেকিপিকের নতুন একটি পোস্টে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো Bounce rate। 

বাউন্স রেট কি? Bounce rate কমানোর উপায়

তো আমরা যারা ব্লগার আছি কিংবা যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য এই বিশয় তা অনেক গুরুত্বপূর্ণ। হয়তোবা এই বাউন্স রেট সম্পর্কে জানেন। তারপরও আমরা আজকের এর পোস্টটা এমন ভাবে সাজানোর চেষ্টা করেছি যে বাউন্স রেট কি? কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে bounce rate কমিয়ে রাখবেন। সব বিষয়ে আলোচনা করবো তো যারা জানেন বা জানেন না, সবার জন্য পোস্টটি important হতে  চলেছে।
যে

বাউন্স রেট কি?

সবার প্রথমে জানতে হবে বাউন্স রেট টা আসলে কি? তো বাউন্স রেট হলো আপনার ওয়েবসাইটের যেকোনো একটি পেজ ভিসিটর ওয়েবসাইটে প্রবেশ করার জন্য সে কিস্তু একটা নির্দিষ্ট পেজের মাধ্যমে ওয়েবসাইটে আসে। 

যেমনঃ সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার এর মাধ্যমে আসবে অথবা আপনার সাইটের হোম পেজ থেকে মানে যেটা আপনার ডোমেইন এড্রেস।

তো ধরি আপনার হোমপেজে একটা সময় একটা নির্দিষ্ট টাইম এর মধ্যে আমি ধরে নিলাম ২৪ ঘণ্টা। এই  ২৪ ঘণ্টার মধ্যে সেই হোমপেজে আপনার ভিজিটর ঢুকেছে ৫০ জন এবং সেই ৫০ জনের মধ্য থেকে আপনার হোম পেইজে যে ইনফরমেশন গুলো রয়েছে ইনফরমেশন গুলো সবগুলো পেয়ে তাদের মধ্য থেকে ৩০ জন বিভিন্ন পেজ ঘোরাঘুরি করতে শুরু করল। এই যে সময়টা আপনার সাইটের উপর ব্যায় করছে বাউন্স রেট (Bounce Rate)।  

এরপর বাকি যে ২০ জন রয়েছে তারা সেই পেজ থেকে চলে গেল সেই পেজে ঢুকে সেখান থেকে চলে গেল। এর অনেকগুলো কারণ থাকতে পারে তবে সবচেয়ে বেশি সাধারণত যে কারণটা থাকে, সেটা হচ্ছে কোয়ালিটিহীন আর্টিকেল বা কনটেন্ট এবং আপনার হয়তোবা যে ইনফর্মেশনটি খুঁজচ্ছে সে ইনফরমেশনগুলো পাচ্ছে না। তো মোটামুটি এইসব কারণে একজন ইউজার সাধারণত সেই পেজ থেকে বাউন্স করে থাকে। 

আশা করি বাউন্স রেট কি তা বুঝতে পেরেছেন। 


কিভাবে বাউন্স রেট দেখবেন?

বাউন্স রেট সহজভাবে দেখার জন্য সবচেয়ে ব্যাবহৃত টুলস হলো Google Analytics। গুগল analytics এ আপনি আপনার সাইটের যাবতীয় ইনফমেশনগুলো সহজেই দেখতে পারেন। 

আপনার সাইটের বাউন্স রেট দেখার জন্য আপনাকে আগে গুগল এনালিটিক্স সাথে আপনার সাইট কানেক্টেড হতে হবে। 

সাইট কানেক্ট করার পর হোম পেজে সব ইনফর্মেশনটি পাবেন। 

বাউন্স রেট কমানোর কিছু উপায়ঃ

বাউন্স রেট কমানোর বেশ কয়েকটি উপায় আছে। সেগুলো ভালোভাবে করলেই বাউন্স কমানো সম্ভব।

১. লোডিং স্পিড

বাউন্স কমানোর সর্বপ্রথম উপায়টি হচ্ছে লোডিং স্পিড। সাধারণত তো আপনার ওয়েবসাইটে ভালো কনটেন্ট থাকলেও কিন্তু যদি আপনার সাইটের লোডিং স্পিড কম হয়, তাহলে কিন্তু উজাররা পেজে লোডিং হতে হতেই চলে যাবে। এর ফলে বাউন্স রেট বেড়ে যায়। 

তো মোটামুটি এরফলে আপনি ৫০% মতো ভিসিটর হারাবেন। তাই আপনারা চেষ্টা করবেন সাইট লোডিং যেন কমসে কম ২-৩ সেকেন্ডে এর কম হয়। ৩ সেকেন্ডের বেশি আপনার ভিসিটররা ধৈর্য হারাবে। কারণ এখন বর্তমানে সবার ওয়েবসাইট আছে। আপনার ওয়েবসাইট না ভিসিট করলেও অন্য alternative ওয়েবসাইট ঠিকই খুঁজে নিবে। 

২. ইন্টার্নাল লিংকিং

এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টার্নাল লিংকিং। তো কোনো ইউসার যদি আপনার সাইটের একটি পেজে প্রবেশ করে। কাঙ্খিত ইনফরমেশন পেলেও সে কিন্তু একই ক্যাটাগরি বা একই বিষয়ে আরো তথ্য চায়। এজন্য কাঙ্খিত ইনফরমেশনের পাশাপাশি আরো তথ্য দিয়ে লিংকের মাধ্যমে পোস্টগুলোর মধ্যে  ইন্টার্নাল সম্পর্ক গড়ে তোলা।

এতে আপনার সাইটের ভিসিটর তার দরকারি তথ্য এর পাশাপাশি প্রাসংগিক আরো ইনফরমেশন পাবে। ফলস্বরূপ সে সাইটে অনেক সময় থাকায় আপনার বাউন্স রেট কমাবে এবং কিছুটা কন্ট্রোলে থাকবে।

৩.অতিরিক্ত এড শো না করা

তো আমরা কি করি, প্রথম অবস্থায় আমরা অনেক বেশি এড সাইটে ব্যবহার করি কোনো একটি পেজে।ফলে ভিজিটররা বিরক্ত হয়ে পেজ থেকে বের হতে বাধ্য হয়। তবে আপনারা চেষ্টা করবেন কম এড ব্যবহার করতে, আর এড তো ব্যবহার করতেই হবে কারণ এড ছাড়া তো আর ইনকাম করতে পারবেন না। তাই এমন ভাবে এড লাগাবেন যেন ভিসিটর বিরক্ত না হয় এবং আপনি সুবিধা পান আর ভিসিটরও যেন সুবিধা পায়।


৪. কোয়ালিটি কনটেন্ট

বলা হয়, content is king for site কনটেন্ট এই হলো সাইটের রাজা। আপনার যদি কনটেন্ট ভালো হয় আপনার সাইটে ভিসিটর আসা বন্ধ হবে না। অবশ্যই আপনার সাইটে মানস্মত কোয়ালিটিফুল কন্টেন্ট থাকতে হবে। নাহলে তারা যে ইমফরমেশন এর জন্য আসবে সেটা না থাকে কোয়ালিটিহীন যদি হয় তাহলে তো তারা বাউন্স করবে এবং পরবর্তীতে আপনার সাইট আসতে চাইবে না। 

এবং কনটেন্ট মধ্যে অপ্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করা যাবে না। কারণ দেখা যায়, অনেকে সাইটকে rank করার জন্য যে কীওয়ার্ড লেখার দরকার সেটা নালিখে অন্য কীওয়ার্ড যুক্ত করে। ফলে ভিসিটর আসলেও বাউন্স করে যায়। তো এগুলো বিষয়ে খেয়াল রাখবেন তাহলেই bounce rate কমাতে পারবেন।

শেষ কথাঃ

তো এই সিলো মোটামুটি bounce rate reduce 2021 করার কিছু প্রসেস। এগুলো নজর দিবেন। তাহলে রেট একটু হলেও কম হবে। আর কোনো ধরণের সমস্যা হলে কমেন্ট করবেন।

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator.