৫টি সেরা বাংলা ব্লগ Niche আইডিয়া | অনলাইন ট্র্যাফিক পান এবং উপার্জন করুন

সকলকে স্বাগতম নতুন একটি পোস্টে। তো আজকে আমি কথা বলব ৫টি সেরা বাংলা ব্লগিং niche আইডিয়া নিয়ে যা মার্ধমে আপনার আর্নিং বাড়বে এবং বেশি পরিমাণ ট্রাফিক পাবেন। (5 Best Bangla Blogging Niche Ideas)

5 Best Bangla Blogging Niche Ideas


বর্তমানে বাংলা ব্লগিং খুবই জনপ্রিয়তা পাচ্ছে এবং ব্লগিং এ সাকসেস এর জন্য কুলুঙ্গি বা niche খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি নতুন করে ব্লগিং শুরু করতে চান তাহলে অবশ্যই নিচের এই পাঁচটি থেকে যে কোন একটি niche নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার সফলতা পাবেন আশা করি. 

Technology Blog

তো প্রথম নাম্বারে যে ব্লগিং niche রয়েছে সেটা হচ্ছে টেকনোলজি ব্লগ। তো আপনারা সকলেই জানেন যে বর্তমানে আপডেট হচ্ছে বিভিন্ন  ধরনে টেকনোলজি তো টেকনোলজিক্যাল কাজগুলো নিয়ে এখন মানুষের প্রচুর আগ্রহ এবং নতুন নতুন কি কি টেকনোলজি আসতেছে বা টেকনোলজির যত আপডেট পুরো পৃথিবী জুড়েকিছু সবকিছু নিয়ে মানুষের এখন আগ্রহ প্রচুর। এজন্য গুগলের প্রচুর সার্চ করে এই বাংলা ইনস্টিটিউট টেকনোলজি টেকনোলজি সম্পর্কে 

তো আপনি চাইলে এই টেকনোলজি নিয়ে ব্লগিং করতে পারেন আর এটাতে খুব বেশি আপনি ভিজিটর পাবেন এবং পাশাপাশি আপনি খুব ভালো earn করতে পারবেন বলে আমি মনে করি। 

Traveling Blog 

এবার যে ব্লগিং নিছটা রয়েছে সেটা হচ্ছে ট্রাভেলিং ব্লগ। আপনি যদি ভ্রমণপ্রিয় হয়ে থাকেন কিংবা ভ্রমণপ্রিয় নাও যদি হয়ে থাকেন তারপর আপনি ট্রাভেলিং বিষয়ে ব্লগিং করতে পারবেন। কারণ বর্তমানে ইন্টারনেটের এই বিষয়ে প্রচুর রিসোর্সে রয়েছে। আপনি যদি সঠিকভাবে রিসার্চ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ট্রাভেলিং ব্লগ করতে পারবেন।

ট্রাভেলিং ব্লগের বিষয়টা হচ্ছে আসলে অনেকটা আপনার সেই সব জায়গায় মানুষজন ভ্রমণ করে বা ভ্রমণ করার মতন আগ্রহী যে সব জায়গাগুলো সেই সব জায়গাগুলো দিয়ে আপনি ব্লগিং করতে পারে সেসব জায়গায় কি কি রয়েছে কি কি সুবিধা অসুবিধা যাতায়াত সেসব জায়গায় সেই সব জায়গায় গেলে কি রকম খরচ পড়তে পারে ইত্যাদি বিষযয়ে আপনি সেখানে লিখতে পারেন।


এবং আপনার ব্লগে যদি এরকম লেখা বিভিন্ন জায়গা সম্পর্কে লিখতে থাকেন তাহলে একটা সময় পর আপনার ব্লগে প্রচুর ভিজিটর আসতে থাকবে। তো এ ট্রাভেলিং ব্লগে বর্তমান অনেক বেশি আগ্রহী মানুষ, কারণ এখন অনেকেই ঘোরাঘুরিতে খুবই পছন্দ করে। 
এর ফলে তার আগে থেকে সেই বিষয়গুলো জানার জন্য গুগলে সার্চ করে থাকে তাতে যদি ট্রাভেলিং নিয়ে ব্লগিং করেন তাহলে খুব বেশি ভিজিটর পাওয়ার আশা রয়েছে। এছাড়াও এই ব্লগের ওপর অনেক ভালো ভালো সিপিসি দেয় আর গুগল অ্যাডসেন্স থেকে আপনি যদি ট্রাভেলিং সম্পর্কে খুব ভালোভাবে কাজ করা শুরু করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে খুব ভালো একটা আনিং করতে টেকনোলজি ব্লগ নিয়ে।

News Blog

এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউজ ব্লগ তো এখন বর্তমানে নিউজ ব্লগ এর কোন অভাব নেই।  তারপরও আপনি যদি চান তাহলে নিউজ ব্লগিং করতে পারবেন। আপনি যদি আপনার মত করে রেগুলার কাজ করতে চান তাহলে অবশ্যই নিউজ ব্লগিংটা আপনি বেছে নিতে পারেন। কারণ নিউজটা হচ্ছে এমন একটি জিনিস যেটাতে আপনাকে রেগুলার কাজ করতে হবে একদিন মিস দেওয়া যাবে না সবার আগে যে কোন নিউজ পাবলিশ করতে হবে এবং নিউজ সম্পর্কে খুব ভাল আইডিয়া থাকতে হবে। 
এছাড়া আপনাকে খুবই ইন্টারনেটে আপডেট থাকতে হবে আশেপাশের ব্যাপারগুলো সম্পর্কে নজর রাখতে হবে তাহলে আপনি খুব সহজেই এই নিউজ ব্লগিং এর উপর ব্লগিং করতে পারবেন এবং খুব ভালো ভিজিটর পেতে পারেন। তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লিঙ্ক শেয়ার করতে থাকেন তাহলে নিউজ ব্লগে আপনি খুব বেশি ভিজিটর পাবেন এবং খুব ভালো আর্নিং করতে পারবেন 

Review Blog

এখন যে niche রয়েছে সেটা হচ্ছে রিভিউ ব্লগ। আপনি যদি বিভিন্ন প্রোডাক্ট এর রিভিউ দিতে বা করতে ইচ্ছুক হন তাহলে রিভিউ ব্লগ করতে পারেন আপনার ব্লগে। বর্তমানে প্রচুর প্রোডাক্ট রয়েছে এছাড়া নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিশেষ করে, ইলেক্ট্রিক প্রোডাক্ট যেগুলো ইলেকট্রিক ডিভাইস মোবাইল তারপরে বিভিন্ন কম্পিউটিং ডিভাইস ইত্যাদি নিয়ে আপনি ইচ্ছা করলে রিভিউ ব্লগ করতে পারেন। 

তো রিভিউ ব্লগেও প্রচুর চাহিদা রয়েছে বাংলা ক্ষেত্রে অনেকেই গুগলে সার্চ করে থাকে রিভিউ ব্লগিং এর বিভিন্ন বিষয় নিয়ে। তবে চাইলে এটা নিয়ে ব্লগিং শুরু করে দিতে পারেন এবং খুব ভালো ভিজিটর পাবেন। বিশেষ করে এখান থেকে গুগল এডসেন্স থেকে যতটানা earn করতে না পারবেন তার থেকেও বেশি স্পন্সার থেকে আর্নিং করতে পারবেন। কারণ রিভিউ ব্লগগুলোতে অনেক বেশি স্পন্সর পাওয়া যায়।

Personal Blog

এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল ব্লগিং। পার্সোনাল ব্লগিং কি রকম করবেন আপনার নিজের জ্ঞান। নিজের নলেজ আপনি কি কি বিষয়ে দক্ষ সেই বিষয়গুলো নিয়ে আপনি ব্লগিং করতে পারেন যে কোনো মানুষই একটা না একটা বিষয়ে দক্ষ থাকিই। 

তো সেই দক্ষতাটাকে বা বিষয়টি যদি আপনি ব্লগিংয়ের মাধ্যমে আরেকজনের সাথে শেয়ার করতে চান তাহলে সেটা করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার আর্নিং হবে কি হবে না সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে আপনার টপিকের উপর বা আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেটার উপর তো এখানে আর্নিং এবং নিজে ভালো লাগে অথবা আপনার নলেজ গুলো অন্যের সাথে শেয়ার করতে পারতেছেন এই বিষয়টাকে মনোযোগ দেন। তাহলে খুব ভালো আপনি এগোতে পারবেন এবং খুব ভালো করতে পারবেন ব্লগিংয়ে।

এছাড়াও একটা  পোর্টফোলিও হয়ে যাবে যে আপনার লাইফে বা আপনার এত দিনে কি কি অভিজ্ঞতা  অর্জন করতে পারলেন। কোন কোন বিষয়ের উপর আপনার প্রতিদিন কি করেন না করেন এসব বিষয়ে চাইলে ব্লগিং করতে পার্সোনাল ব্লগিং এর উপর আপনার প্রচুর রিসোর্স রয়েছে যেগুলো আপনি শেয়ার করে আপনার ইউজারদেরকে সুবিধা দিতে পারেন এর ফলে আপনি খুব ভালো ভিসিটর পাবেন। 

শেষ কথা

তো এই ছিল মোটামুটি পাঁচটি ব্লগিং niche । যেহেতু  বাংলা ব্লগিংয়ের ক্ষেত্রে নিছ খুবই কম। কারণ গুগলে খুব কম এই বিষয়ে সার্চ করে। যার ফলে আসলে বাংলা ব্লগে জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পরে। তবে টেকনোলজি, ট্রাভেলিং, নিউজ এগুলো আসলে খুবই জনপ্রিয় এবং বাংলাতে এগুলো প্রচুর সার্চ পড়ে। তো আপনি চাইলে এই বিষয়গুলো নিয়ে টপিক এই বিষয়গুলো নিয়ে আপনার ব্লগিং শুরু করে দিতে পারেন আবার খুব ভালো ভিজিটর পেতে পারেন।

তবে রিভিউ এবং পার্সোনাল ব্লগ এটার জন্য একটু সময় এবং ধৈর্যের প্রয়োজন। তবে এটাও খুবই ভালো একটা niche দেখে আমি এখানে নিয়েছি। এগুলো খুব ভালো টপিক আপনি চাইলে এগুলোতেও ব্লগিং শুরু করে দিতে পারেন এটা আপনার নিজের ভাললাগার দিক থেকে করতে পারেন। এটা আপনার আর্নিংকে প্রায়োরিটি দিলে, তাহলে এটাতে না এগোতে পারেন। কারণ এটার জন্য আপনার সময় প্রচুর দরকার এখানে যেহেতু আপনার ইচ্ছা অনুযায়ী বা মানুষ কোন গুলো নিজে সার্চ করে সেইগুলা না লিখে আপনার মতো লিখছেন। তাহলে ভিসিটর না পেতেও পারেন। তো সেই দিকটা আপনাকে নজর রেখে তারপর কাজ করতে হবে। পোস্ট তা ভালো লাগলে শেয়ার করবেন। 

Post a Comment

To be published, comments must be reviewed by the administrator.