আজকের আর্টিকেলে সংক্ষেপে জানবো ওয়েব ডিজাইন কি? । আর আমাদের পক্ষ থেকে ওয়েব ডিজাইন সম্পর্কে একটি প্রিমিয়াম বাংলা কোর্স একদম ফ্রি। আপনি সহজেই গুগল ড্রাইভ থেকে কোর্সগুলি ডাউনলোড করতে পারেন।
ওয়েব ডিজাইন কি ?
আজকের বিশ্ব ইন্টারনেটের উপর নির্ভরশীল। আমাদের জীবনের প্রায় প্রতিটি জিনিসই এখন কোননা কোনও উপায়ে ইন্টারনেটের সাথে সংযুক্ত। এবং সে কারণেই এখন প্রতিটি সংস্থার মালিক বা ব্যবসায়ী তাদের ব্যবসা বা সংস্থার নামে একটি ওয়েবসাইট তৈরি করতে চান। যেন তাদের ব্যবসা বাড়ার সাথে সাথে লোকেরা সহজেই ইন্টারনেটের মাধ্যমে তাদের সম্পর্কে জানতে পারে এবং ক্রেতার তাদের প্রতি বিশ্বস্ততা বাড়ে।
ওয়েব ডিজাইন হ'ল HTML এবং Css মাধ্যমে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া। তবে যখন শুন্য থেকে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, তখন সেই প্রক্রিয়াটিকে ওয়েব ডেভলপমেন্ট বলা হয় এবং আপনার নিজের মতো একটি ওয়েবসাইট বা থিম সাজানোর জন্য ওয়েব ডিজাইন বলে। আজকাল ওয়েব ডিজাইন বেশি ব্যবহৃত হয়, কারণ এখন থিম বা ডেমো প্রায় প্রতিটি ওয়েবসাইটের জন্য উপলভ্য যাতে আপনি স্বল্প সময়ে এবং স্বল্প খরচে নিজের সাইট তৈরি করতে পারেন।
ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়?
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে হলে প্রথমেই HTML (Hyper Text Markup Language) আর এই HTML কে ডিজাইন ও স্টাইলিশ লুক দেয়ার CSS (Cascading Style Sheets). তো আপনাকে ওয়েব ডিজাইন শিখতে চাইলে দুইটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতেই হবে।
এবং এই দুটি ভাষা শেখার জন্য ও অনুশীলনের সেরা প্ল্যাটফর্মটি W3school। আপনি এখান থেকে বিনামূল্যে Html এবং Css শিখতে এবং অনুশীলন করতে পারেন।
আর আপনি যদি ইংরেজিতে একটু দুর্বল হন তাহলে নিচে দেয়া কোর্স তা লিংকটিতে ক্লিক করতে পারেন।
এই কোর্স টাতে কী কী আছে তা জেনে নেই -
- কোর্সের সব ক্লাসগুলা বাংলাতে
- প্রত্যেকটা ক্লাস ৩০মিনিট থেকে ১ঘন্টার করে এবং সহজ ভাষায়
- এটা পেইড কোর্স যেটা জনপ্রিয় eShikhon.com এর
- কোর্স একবারেই ডাউনলোড করতে পারবেন। যা রিসোর্স করা আছে গুগল ড্রাইভে।
আসলে আমরা অনেকেই আছি যারা এরকম পেইড কোর্স কিনতে চাই। কিন্তু পেইড কোর্স বলে নিতে চাইনা। তাই এটা আমি ফ্রিতে শেয়ার করতে চলেছে। আর Web Design Course সম্পূর্ণ বাংলায় তাই যারা Beginners আছে, তারা সবাই এই সহজে বুঝতে পারবেন।

Post a Comment
To be published, comments must be reviewed by the administrator.